পুরান ঢাকায় অভিযান, পাঁচ মামলায় জরিমানা ২৮ হাজার
রাজধানীর পুরান ঢাকার বাবুবাজারে অভিযান পরিচালনা করেছে দক্ষিণ সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত। অভিযানকালে নানা অনিয়মের দায়ে পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের ও ২৮ হাজার টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (২ জুন) দুপুরে বাবুবাজারের চালের পাইকারি আড়তে এবং নবাব ইউসুফ আলী মার্কেটের খুচরা চালের দোকানে এই অভিযান পরিচালনা করা হয়।
এ সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিফা খান, অঞ্চল-৪ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. হায়দর আলী, কর্পোরেশনের বাজার মূল্য নিয়ন্ত্রণ বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি মো. শহিদ উল্লাহ মিনু উপস্থিত ছিলেন।
অভিযানকালে বাদামতলীর ১টি চালের আড়ৎ, নবাব ইউসুফ মার্কেটের ৩টি খুচরা চালের দোকান এবং ১টি হোটেল তাৎক্ষণিকভাবে ট্রেড লাইসেন্স দেখাতে না পারায় ৫টি মামলায় ২৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এ বিষয়ে করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিফা খান ঢাকা পোস্টকে বলেন, ব্যবসার অনুমতি না নিয়ে আড়ৎ ও দোকান পরিচালনা করা এবং রাস্তা দখল করে খাবার হোটেল পরিচালনা করায় ৫টি মামলায় মোট ২৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এমটি/এসকেডি