মিরপুরে চালের বাজারে অভিযান চলছে
রাজধানীর মিরপুর-১ এর শাহ সিটি মার্কেটে চালের মজুদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক বিকাশ চন্দ্র ও সহকারি পরিচালক মো. হাসানুজ্জামানের নেতৃত্বে একটি টিম মিরপুর শাহ আলী মার্কেটের পেছনে চাল পট্টিতে দুপুর সোয়া ১২টার দিকে অভিযান শুরু করে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক বিকাশ চন্দ্র বলেন, আমরা আজ এসেছি চালের দাম কেন বেড়েছে সে বিষয়ে খোঁজ নিতে। তাইয়্যেবা রাইস এজেন্সিতে আমরা প্রথমে অভিযান শুরু করেছি। কিন্তু তাদের কাছে কী পরিমাণ চালের মজুদ রয়েছে তা জানাতে পারছে না। অভিযান শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
দুপুর সাড়ে ১২টায় এ প্রতিবেদন লেখার সময়ও অভিযান চলছে।
জেইউ/এনএফ