তামাক পরিহারে জরুরি পরিবারের সুষ্ঠু শিষ্টাচার
ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেছেন, পরিবারের সদস্যদের দেখে ও বন্ধুদের পাল্লায় পরে সিগারেট খাওয়া থেকে তামাকের সঙ্গে পরিচয় ঘটে। উদ্বেগের বিষয় হলো দেশের মেয়েদেরও তামাক সেবনের মাত্রা বেড়েছে। তামাক পরিহারে পরিবারের সুষ্ঠু শিষ্টাচার খুব জরুরি।
মঙ্গলবার (৩১ মে) রাজধানীর উত্তর বাড্ডার একটি কনভেনশন হলে বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে ধূমপান মুক্ত বাংলাদেশ চাই সোসাইটির আয়োজনে এক মুক্ত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
ধর্ম প্রতিমন্ত্রী বলেন, পরিবারের শিষ্টাচার বলবৎ থাকলে যুবকরা বাজে বন্ধুদের সঙ্গে মেশার সুযোগ পাবে না। ফলে অল্প বয়স থেকেই তামাকের ব্যবহার অনেকটা কমে আসবে।
সভাপতির বক্তব্যে ৩৮নং ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ্ব শেখ সেলিম বলেন, সিগারেট থেকেই মাদকের সঙ্গে পরিচয় এবং তা ইয়াবা পর্যন্ত গড়ায়। তাই আমি শক্ত হাতে নিজ এলাকায় এটি আগেও দমন করেছি এবং ভবিষ্যতেও করব।
অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও বক্তারা সবাই মাদকের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার জন্য বর্তমান সরকারের ভূয়সী প্রশংসা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব একেএম রহমতুল্লাহ ও বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মুনসুর আলম এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মো. মোজাম্মেল হক। এছাড়া অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ধূমপান মুক্ত বাংলাদেশ চাই সোসাইটির প্রতিষ্ঠাতা শফিকুল ইসলাম।
আইএসএইচ