চট্টগ্রামে অস্ত্র মামলায় ৩ জনের ১৭ বছরের কারাদণ্ড
চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানায় দায়ের হওয়া অস্ত্র মামলায় ৩ জনকে ১৭ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (১৮ মে) দুপুরে চট্টগ্রামের স্পেশাল ট্রাইব্যুনাল-৮ এর বিচারক শরীফুল আলম ভূঁঞা এ আদেশ দিয়েছেন।
রায় ঘোষণার বিষয়টি নিশ্চিত করে আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ জানিয়েছেন, পাঁচলাইশ থানায় দায়ের হওয়া একটি অস্ত্র মামলায় রায় দিয়েছেন আদালত। মামলায় তিনজনকে ১৭ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। তিন আসামিই জামিনে গিয়ে পলাতক রয়েছে।
কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- নগরের হালিশহর এলালার মো. আরিফ, নোয়াখালীর চর জব্বার থানার জোড়াখালি এলাকার মো. এনামুল হক ও ভোলার লালমোহন থানার শামসুদ্দিন।
আদালত সূত্রে জানা যায়, ২০০৭ সালের ৩ মার্চ পাঁচলাইশ থানার নগরীর নাসিরাবাদ হাউজিং সোসাইটির অংকুর স্কুলের সামনে ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় তিনজনকে স্থানীয়দের সহায়তায় গ্রেপ্তার করে পুলিশ।
এ সময় তাদের কাছ থেকে একটি এলজি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। এ ঘটনায় পাঁচলাইশ থানায় একটি মামলা দায়ের করা মামলায় একই বছরের ১৪ জুন আদালত তিনজনের বিরুদ্ধে চার্জ গঠন করে। দীর্ঘ সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক উপস্থাপন শেষে আজকে ধার্য তারিখে মামলার রায় ঘোষণা করা হয়েছে।
কেএম/এসএম