চট্টগ্রামে দোকান-বসতঘরে আগুন, নিহত ১
চট্টগ্রাম নগরীর কলসি দীঘির পাড়ে দোকান ও বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন নিহত হয়েছেন। আগুনে পুড়ে গেছে শতাধিক দোকান ও বসতঘর।
বুধবার (১৮ মে) ধুমপাড়া শাহবুদ্দিন শাহ মাজারের সামনের এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ফারুক হোসেন সিকদার ঢাকা পোস্টকে বলেন, সকাল ১১টা ৫ মিনিটে ইপিজেডের কলসি দীঘির পাড় এলাকায় দোকান ও বসতঘরে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের ১১টি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে। বেলা ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি বলেন, আগুনে পুড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি অসুস্থ ছিলেন বলে জানতে পেরেছি।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি উল্লেখ করে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, আমরা ঘটনাস্থলে এখন ডাম্পিংয়ের কাজ করছি। পরে বিস্তারিত বলতে পারব।
কেএম/এমএইচএস