অটোরিকশা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
চট্টগ্রামের হাটহাজারী থানার আমান বাজার এলাকায় অভিযান পরিচালনা করে সিএনজি অটোরিকশা চোর চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দুইটি সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়েছে। শনিবার (১৪ মে) তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া চোর চক্রের সদস্যরা হলেন, মো. রফিক (৪০), মো. রকিব রাজিব (৪২), মো. লিটন (৪০) ও মো. রফিক।
ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করে হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, শুক্রবার (১৩ মে) হালিশহর থানার বি-ব্লক বাইতুল করিম জামে মসজিদের সামনে থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা চুরি করে নিয়ে যায় চোর চক্রটি। এ ঘটনায় সিএনজি মালিক হালিশহর থানায় অভিযোগ করেন৷ এরপর প্রযুক্তির সহায়তায় চোরদের শনাক্ত করে গোপন সংবাদের ভিত্তিতে হাটহাজারী থানার আমান বাজার এলাকায় অভিযান পরিচালনা করে সঙ্গবদ্ধ চোর চক্রের চারজনকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি সিএনজি অটোরিকশাটি উদ্ধার করা হয়। গ্রেপ্তার প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
কেএম/এসকেডি