কর্ণফুলীর টেকনিশিয়ানসহ ৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা
ঘুষ নেওয়ার অভিযোগে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (কেজিডিসিএল) টেকনিশিয়ান (গ্রেড-১) মো. মুছা খালেদসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (১২ মে) দুপুরে দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এ মামলাটি দায়ের করেন দুদকের উপ-পরিচালক মো. আবু সাঈদ।
মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের উপ-পরিচালক মো. আবু সাঈদ। তিনি বলেন, দণ্ডবিধির ১৬১/১০৯/১২০ (বি), ৫১১ ও ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় মামলাটি করা হয়েছে।
মামলার বাকি দুই আসামি হলেন, কর্ণফুলী গ্যাসের তালিকাভুক্ত ঠিকাদার মো. এরশাদ ও কর্ণফুলী গ্যাসের কর্মচারী মো. বশির সরকার।
দুদক সূত্রে জানা গেছে, আসামিরা পরস্পর যোগসাজশে পরিকল্পনা করে কর্ণফুলী গ্যাসের গ্রাহক লোকমান হাকিমের কাছ থেকে অসৎভাবে ৪০ হাজার টাকা ঘুষ নিয়েছেন- এমন প্রমাণ পাওয়ায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
লোকমান নামে কর্ণফুলী গ্যাসের এক গ্রাহকের সংযোগের কাজ করার জন্য ঘুষ দাবি করেন মুছা খালেদসহ তার সহযোগীরা। ২০২০ সালের ২৪ আগস্ট ৪০ হাজার টাকা দেওয়ার প্রস্তাব দেন গ্রাহক লোকমান। ঘুষের টাকা নিতে মুছা খালেদ তার সহযোগী বশির সরকারকে পাঠান।
বশিরকে ঘুষের ৪০ হাজার টাকাসহ হাতেনাতে আটক করে পাঁচলাইশ থানা পুলিশ। বিষয়টি দুদকের শিডিউলভুক্ত হওয়ায় দুদককে তদন্ত করে ব্যবস্থা নিতে নির্দেশ দেন আদালত।
কেএম/আরএইচ