ঘরে বসেই মিলবে কৃষি ও খাদ্যপণ্য আমদানি-রপ্তানির অনুমতি
কৃষি ও খাদ্যপণ্য আমদানি এবং রপ্তানির জন্য অনুমতি বা সনদপত্র পাওয়ার জটিলতা কমছে। এখন থেকে আর উদ্ভিদ সঙ্গনিরোধ অফিসে গিয়ে অনুমতি নিতে হবে না। ঘরে বসেই পাওয়া যাবে অনুমতিপত্র।
সোমবার (১৫ ফেব্রুয়ারি) ঢাকা পোস্ট-এর সঙ্গে আলাপকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সঙ্গনিরোধ উইং পরিচালক ড. মো. আজহার আলী এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিশ্বের সবদেশেই সঙ্গনিরোধ শাখা বা প্লান্ট কোয়ারেন্টাইন রয়েছে, যেখান থেকে কৃষি ও খাদ্যপণ্য আমদানি ও রপ্তানিকারকরা অনুমতি নিয়ে থাকেন।
তিনি আরও বলেন, তথ্যপ্রযুক্তির যুগে আমরাও যুক্ত হতে যাচ্ছি। এখন থেকে আর আমদানি ও রপ্তানিকারকদের সরাসরি অফিসে আসতে হবে না। তারা বাড়ি থেকেই অনলাইনে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করে কৃষি ও খাদ্যপণ্য আমদানি ও রপ্তানির অনুমতিপত্র পাবেন। এতে তাদের সময় ও শ্রম উভয়ই বাঁচবে।
এ বিষয়ে বাংলাদেশ ফ্রুটস, ভেজিটেবলস অ্যান্ড অ্যালাইড প্রোডাক্ট এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুনসুর ঢাকা পোস্ট-কে বলেন, অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে আমাদের কাজ আরও সহজ হবে। বিশ্বব্যাপী এখন সবাই এ অটোমেশন পদ্ধতিটাকেই চাচ্ছেন।
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) থেকে এ সেবা পুরোদমে চালু হতে যাচ্ছে উল্লেখ করে কৃষি কর্মকর্তা ড. আজহার আলী বলেন, এ দিন বিকেল ৩টার দিকে ‘উদ্ভিদ সঙ্গনিরোধ উইং (প্লান্ট কোয়ারেন্টাইন)’ এর অটোমেশন কার্যক্রমের উদ্বোধন করবেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।
তিনি বলেন, আগে আমাদের দপ্তরে উদ্যোক্তাদের নানা প্রমাণাদি নিয়ে আসতে হতো। প্রক্রিয়া সম্পন্ন করতে অনেক সময় এক দিনের বেশিও সময় লেগে যেত। এ পদ্ধতি চালু হলে তাদের আর কোনো সমস্যা থাকবে না। অফিস বা ঘরে বসেই তারা এসব কাজ করতে পারবেন।
দেশে প্রায় হাজারখানেক উদ্যোক্তাদের এসব সনদ দরকার হয়। যেকোনো কৃষি ও খাদ্যপণ্য আমদানি বা রপ্তানির জন্য তাদের এ অনুমতি দরকার হয়। http://www.dae.gov.bd/site/page/cfcc4aca-b6a7-479b-a992-9b4dedfa14d7/- এ লিংকে গিয়ে আবেদন করা যাবে।
বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) সদস্য দেশ হিসেবে বাংলাদেশকে আন্তর্জাতিক বাণিজ্যে টিকে থাকতে WTO-SPS (Sanitary and Phytosanitary Measures) Agreement অনুযায়ী উদ্ভিদ ও উদ্ভিদজাত পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম পরিচালনা করা উদ্ভিদ সঙ্গনিরোধ উইংয়ের জন্য বাধ্যতামূলক। আমদানি করা উদ্ভিদ ও উদ্ভিদজাত পণ্য, উপকারী জীবাণু এবং প্যাকিং ম্যাটেরিয়ালের সঙ্গে পরিবাহিত হয়ে যাতে বিদেশি পোকামাকড় ও রোগবালাই দেশে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে কার্যকরী ব্যবস্থা গ্রহণ ও ঝুঁকিমুক্ত আমদানি নিশ্চিত করছে উদ্ভিদ সঙ্গনিরোধ উইং। একইভাবে আন্তর্জাতিক বিধিবিধান মেনে বিদেশে উদ্ভিদ ও উদ্ভিদজাত পণ্য রপ্তানির কার্যক্রম সম্পাদন করছে শাখাটি।
একে/আরএইচ/এফআর