দায়িত্ব নিয়েই রেজাউল বললেন, মেয়রের নির্বাহী ক্ষমতা থাকা উচিত
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নির্বাচিত ষষ্ঠ মেয়র হিসেবে দায়িত্ব নিয়েছেন আওয়ামী লীগের রেজাউল করিম চৌধুরী। দায়িত্ব নিয়েই তিনি বলেছেন, আগামী পাঁচ বছরে চট্টগ্রাম আদর্শ শহরের মডেল হিসেবে দাঁড়াবে। আমার পরিষ্কার কথা হচ্ছে, যেসব সেবা সংস্থা গাফিলতি করবে তাদের জবাবদিহি করতে হবে। অনেক সমন্বয় সভা হয়েছে, কিন্তু কার্যকর সেবা মেলেনি। মেয়রের নির্বাহী ক্ষমতা থাকা উচিত।
সোমবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ২টা ৪৫ মিনিটে মেয়র হিসেবে দায়িত্ব নেন রেজাউল করিম চৌধুরী। এর আগে সকালে নতুন মেয়রের দায়িত্বগ্রহণ উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের আয়োজন করে চট্টগ্রাম সিটি করপোরেশন।
সভাপতির বক্তব্যে রেজাউল করিম চৌধুরী বলেন, অনেকেই মনে করেন, মেয়র নির্বাচিত হলে চট্টগ্রাম শুধু মেয়রের। আমি সেই পুরনো ধারা ভেঙে দিতে চাই। চট্টগ্রাম শুধু মেয়রের নয়, নগরবাসীরও।
তিনি বলেন, চট্টগ্রাম নগরকে সুন্দর করে গড়ে তোলার দায়িত্ব যেমন মেয়রের, তেমনি প্রত্যেক বাসিন্দারও আছে। নগরের উন্নয়নে চট্টগ্রামে বসবাসকারী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পরামর্শকে কাজে লাগাতে চাই।
রেজাউল করিম চৌধুরী বলেন, প্রথম একশ দিনের মধ্যে নগরীর মশা নিয়ন্ত্রণ এবং ভাঙাচোরা রাস্তা মেরামত করে চলাচল উপযোগী করা হবে। অনেকেই নালা-নর্দমা দখল করে নিয়েছে। দখলদারদের উচ্ছেদ করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। তাহলেই জলাবদ্ধতামুক্ত চট্টগ্রাম গড়ে তোলা যাবে। অর্থবিত্ত আমাকে বিচ্যুত করতে পারেনি, পারবেও না।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী, চসিকের বিদায়ী প্রশাসক খোরশেদ আলম সুজন, নগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী, সংসদ সদস্য ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ, সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী, চুয়েট উপাচার্য ড. রফিকুল আলম, চবির সাবেক উপাচার্য আনোয়ারুল আজিম আরিফ, ইফতেখার উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম, ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহ প্রমুখ।
গত ২৭ জানুয়ারি চসিক নির্বাচনের ভোটগ্রহণ হয়। সেখানে মেয়র নির্বাচিত হন আওয়ামী লীগের প্রার্থী রেজাউল করিম চৌধুরী। তিনি তিন লাখ ৬৯ হাজার ২৮৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির (ধানের শীষ প্রতীক) প্রার্থী ডা. শাহাদাত হোসেন পেয়েছেন ৫২ হাজার ৪৮৯ ভোট।
আরএইচ/এফআর