‘টেনশন গ্রুপে’র ৯ সদস্য গ্রেপ্তার
চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকা থেকে ‘টেনশন গ্রুপ’ নামে একটি ছিনতাই চক্রের ৯ সদস্যকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ছিনতাইকারীরা হলেন: মো. রুবেল (২১), মো. শাকিল (২১), মো. সাজিব (১৯), মো. হৃদয় (২০), মো. হাবিবুর রহমান (২৪), মো. সালাহ্ উদ্দিন (১৯), মো. ওমর হাসান (১৯), মো. সাগর (১৯) ও মো. সাঈদ আলম (১৯)
মঙ্গলবার (২৬ এপ্রিল) র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বলেন, র্যাব গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কতিপয় দুষ্কৃতিকারী ছিনতাইয়ের উদ্দেশ্যে দেশীয় অস্ত্রশস্ত্রসহ চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী এলাকায় অবস্থান করছে। এরই পরিপ্রেক্ষিতে সোমবার (২৫ এপ্রিল) রাতে অভিযান পরিচালনা করে ৯ জনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে চারটি চাকু জব্দ করা হয়েছে।
তিনি বলেন, গ্রেপ্তার ৯ জন নগরীর টেনশন গ্রুপের ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য। এছাড়াও আসামিরা বায়েজিদ বোস্তামী থানা এলাকাসহ চট্টগ্রাম শহরের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন দরে ডাকাতি ও ছিনতাই করে আসছিল।
কেএম/এসকেডি