জনশুমারিতে সিম, নেটওয়ার্ক ও ইন্টারনেট দেবে রবি
রবির সঙ্গে চুক্তি সই করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) আওতায় বাস্তবায়নাধীন প্রকল্প জনশুমারি ও গৃহগণনা প্রকল্প। রোববার (২৪ এপ্রিল) আগারগাঁওয়ের বিবিএস অডিটরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি সই হয়।
‘জনশুমারি ও গৃহগণনা ২০২২’ প্রকল্পের পরিচালক (উপসচিব) মো. দিলদার হোসেন ও রবির চিফ এন্টারপ্রাইজ বিজনেস অফিসার মো. আদিল হোসেন নোবেল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি সই করেন।
চুক্তি সই অনুষ্ঠানে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন বলেন, আগের পাঁচটি আদমশুমারির তথ্য খাতা-কলমে সংগ্রহ করা হয়েছিল। প্রথমবারের মতো ডিজিটাল পদ্ধতিতে হবে এবারের জনশুমারি। আর এবারই প্রথম বাংলাদেশে অবস্থানকারী বিদেশিদের শুমারির আওতায় আনা হচ্ছে। একই সঙ্গে বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের তথ্য সংগ্রহ করা হবে।
তিনি বলেন, আমরা বীরের জাতি, কোনো কাজেই পরাজিত হইনি। আমার বিশ্বাস জনশুমারির কাজেও সফল হবো। ১০ বছর পর পর জনশুমারি অনুষ্ঠিত হয়ে থাকে। সেই ধারাবাহিকতায় কাজ শুরু করেছি। ডিজিটাল শুমারি অনুষ্ঠিত হতে যাচ্ছে, আমরা তথ্যও দ্রুত সময়ে প্রকাশ করতে পারব।
প্রকল্প পরিচালক মো. দিলদার হোসেন বলেন, জনশুমারির মহাযজ্ঞ শুরু হবে ট্যাবের মাধ্যমে ডিজিটালি। জনশুমারির কাজে সিম, নেটওয়ার্ক ও ইন্টারনেট সুবিধা দেবে রবি। আজকের এই চুক্তির মাধ্যমে জনশুমারির কাজে আমরা আরও একধাপ এগিয়ে গেলাম। জনশুমারির গুরুত্ব বলে শেষ করা যাবে না। কারণ দেশের পরিকল্পনা প্রণয়নের অন্যতম উৎস হচ্ছে জনশুমারি। খাদ্য আমদানি, দারিদ্র নিরসনে পদক্ষেপ, শিক্ষার হার বৃদ্ধিসহ সব পরিকল্পনা প্রণয়নের সূতিকাগার হচ্ছে শুমারি। আমরা দেশের জন্য কাজ করছি, উন্নয়নের জন্য কাজ করছি। সঠিক জনশুমারি দেশের উন্নয়নকে আরও বেগবান করবে বলে প্রত্যাশা করি।
দেশের জনসংখ্যা কত, তা জানতে প্রতিটি খানা থেকে তথ্য সংগ্রহের নতুন তারিখ নির্ধারণ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। সরকারি সংস্থাটি জানিয়েছে, ষষ্ঠ জনশুমারি শুরু হবে আগামী ১৫ জুন, চলবে ২১ জুন পর্যন্ত। ‘জনশুমারি ও গৃহগণনা ২০২২’ প্রকল্পের জন্য ৩ লাখ ৯৫ হাজার পিস ট্যাব ক্রয় করা হচ্ছে।
চুক্তি সই অনুষ্ঠানে বিবিএসের মহাপরিচালক মোহাম্মদ তাজুল ইসলাম, রবির সিও এম রিয়াজ রশিদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এসআর/আরএইচ