গ্যাসের দাম বাড়ালে রেস্তোরাঁয় কেউ খেতে আসবে না
গ্যাসের দাম না বাড়ানোসহ পাঁচ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি। সংগঠনটির পক্ষ থেকে গ্যাসের দাম না বাড়িয়ে হোটেল-রেস্তোরা খাতের জন্য দাম কমানোর অনুরোধ জানানো হয়েছে।
মঙ্গলবার (১৯ এপ্রিল) রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি ওসমান গনি ও যুগ্ম মহাসচিব ফিরোজ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাসের দাম বাড়ালে রেস্তোরাঁয় কেউ খেতে আসবে না। এ খাতকে বাঁচাতে হলে প্রয়োজনে গ্যাসের লোড বৃদ্ধি করা এবং লাইন এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরে অনুমতি প্রদান করতে হবে। এছাড়াও রেস্তোরাঁ ব্যবসায়ীদের পক্ষ থেকে তিতাস গ্যাস অফিসে জমা করা টাকা এফডিআর-এ হিসেবে জমা রাখারও দাবি জানানো হয়।
শ্রমজীবি, কর্মজীবী সাধারণ মানুষের কথা চিন্তা করে এবং রেস্তোরাঁ খাতকে বাঁচিয়ে রাখতে গ্যাসের দাম না বাড়িয়ে উত্থাপিত পাঁচ দফা দাবি মানার জন্য উদাত্ত আহ্বান জানান সংগঠনের নেতারা।
এমআই/এমএইচএস