ডিএসসিসি এলাকায় অটোমেটিক ট্রাফিক সিগন্যাল স্থাপনে কমিটি
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় সড়ক ইন্টারসেকশনগুলোতে অটোমেটিক ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা স্থাপন, রক্ষণাবেক্ষণ, পরিচালনা ও নিয়ন্ত্রণ সংক্রান্ত খসড়া নীতিমালা প্রস্তুত করতে কমিটি গঠন করা হয়েছে।
আগামী ৪ মে তারিখের মধ্যে এ বিষয়ে খসড়া নীতিমালা প্রণয়ন করতে হবে এ কমিটিকে। রোববার (১৭ এপ্রিল) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সচিব আকরামুজ্জামান ইতোমধ্যে কমিটি বিষয়ে দপ্তর আদেশ জারি করেছেন। এ বিষয়ে তিনি জানিয়েছেন, খসড়া নীতিমালা প্রস্তুত করতে গঠিত ৫ সদস্যের কমিটি স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করে সরকারের অনুমোদন নিয়ে চূড়ান্তকরণের ব্যবস্থা করবে।
গঠিত ৫ সদস্যের কমিটিতে আহ্বায়ক করা হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সচিবকে। পাশাপাশি সদস্য সচিব করা হয়েছে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলীকে। এছাড়া কমিটির বাকি ৩ সদস্যের মধ্যে রয়েছেন- ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা, আইন কর্মকর্তা এবং তত্ত্বাবধায়ক প্রকৌশলী।
এএসএস/এসএম