হালদা থেকে ৪ হাজার মিটার জাল জব্দ
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীতে মা মাছ রক্ষায় অভিযান পরিচালনা করেছে নৌ পুলিশ। অভিযানে ৪ হাজার মিটার চরঘেরা জাল জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকাল ৭টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত হালদা নদীর হাটহাজারীর আকবরিয়া এলাকায় এ অভিযান চালানো হয়।
নৌ পুলিশ হালদা ক্যাম্পের এসআই মো. এনামুল হক ঢাকা পোস্টকে বলেন, অভিযানে হালদা নদীর হাটহাজারী থানার আকবরিয়া এলাকা থেকে পাতানো অবস্থায় দুটি চরঘেরা জাল জব্দ করা হয়। যা প্রায় চার হাজার মিটার। ওই জাল মৎস্য কর্মকর্তার সঙ্গে পরামর্শক্রমে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এর আগে ৫ এপ্রিল হালদা নদীতে অভিযান চালিয়ে ১০ হাজার মিটার জাল জব্দ করেছিল নৌ পুলিশ। এছাড়া ২ এপ্রিল হালদা নদীতে মা মাছ রক্ষায় অভিযান চালিয়েছিল নৌ পুলিশ। অভিযানে সাড়ে ৪ হাজার মিটার জাল জব্দ করা হয়েছিল।
কেএম/এমএইচএস