নারায়ণগঞ্জে কেমিক্যাল গোডাউনে বিস্ফোরণ : দগ্ধ আরও একজনের মৃত্যু
নারায়ণগঞ্জের রূপগঞ্জের লিলি কেমিক্যাল কারখানায় বিস্ফোরণে দগ্ধ রোকন (২৫) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। শনিবার (৯ এপ্রিল) শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা.এস এম আইউব হোসেন।
তিনি ঢাকা পোস্টকে বলেন, নারায়ণগঞ্জে কেমিক্যাল গোডাউনে বিস্ফোরণে দগ্ধ হয়ে ৯ জন আমাদের এখানে এসেছিলেন। শনিবার রোকন নামে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার শরীরের ২৫ শতাংশ দগ্ধ হয়েছিল। এ ঘটনায় আগে আরও চার জন মারা গেছেন।
গত ৩০ মার্চ নারায়ণগঞ্জে কেমিক্যাল গোডাউনে বিস্ফোরণে ৯ জন দগ্ধ হয়। এদের মধ্যে মুজাহিদ, আকালু, সজীব ও বায়েজিদের মৃত্যু হয়েছে। সবশেষ শনিবার রোকন নামে আরও একজনের মৃত্যু হয়েছে। দগ্ধ অপর চার জন শেখ হাসিনা বার্নে ভর্তি আছেন।
এসএএ/এসএসএইচ