গরু বলে মহিষের মাংস বিক্রি, গুনতে হলো জরিমানা
চট্টগ্রামের চকবাজারে মহিষের মাংসকে গরুর মাংস হিসেবে বিক্রি করায় তিনজনকে জরিমানা করা হয়েছে। সোমবার (৪ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত চট্টগ্রামের চকবাজার এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা বলেন, গ্রাহকের কাছ থেকে অভিযোগ পেয়ে চকবাজারের কাঁচাবাজারের মাংসের দোকানে অভিযান চালানো হয়। এ সময় মহিষের মাংসকে গরুর মাংস বলে বিক্রি করায় তিন দোকানিকে জরিমানা করা হয়েছে। মাংসের দোকানে মূল্য তালিকাও ছিল না।
তিনি আরও বলেন, অভিযানে গরুর মাংসের নামে মহিষের মাংস বিক্রি, দোকানে মূল্য তালিকা না থাকা এবং অধিক দামে তেল বিক্রির প্রমাণ পাওয়ায় ১০টি দোকানকে প্রায় ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে ভোক্তা অধিকার নিয়ে কাজ করা সংগঠন ক্যাব ও পুলিশ সদস্যরা সহায়তা করেন।
কেএম/এসকেডি