সাড়ে ৮ লাখ টাকা পাচার ঠেকাল চট্টগ্রাম কাস্টমস
গার্মেন্ট পণ্য চালানের মাধ্যমে ঢাকার দক্ষিণখানের একটি রপ্তানিকারক প্রতিষ্ঠানের ৮ লাখ ৫৩ হাজার ৫২৫ টাকা পাচারের অপচেষ্টা রুখে দিয়েছে চট্টগ্রাম কাস্টম হাউজ।
রোববার ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম কাস্টম হাউসের ডেপুটি কমিশনার মো. আহসান উল্লাহ। রপ্তানিকারক ওই প্রতিষ্ঠানের নাম এইচএম ফ্যাশন ওয়্যার।
চট্টগ্রাম কাস্টম হাউসের ডেপুটি কমিশনার মো. আহসান উল্লাহ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চালানটি আটক করা হয়। পরে শতভাগ কায়িক পরীক্ষা করা হয়। বিল অব এক্সপোর্টের বিপরীতে রপ্তানিকারক প্রতিষ্ঠান অগ্রণী ব্যাংকের মাধ্যমে এলসি করে। রপ্তানিকারক প্রতিষ্ঠানটি পণ্য চালানে ৮ লাখ ১৭ হাজার ৪২৬ টাকা পাচারের অপচেষ্টা চালায়।
তিনি জানান, চট্টগ্রাম কাস্টম কমিশনারের নির্দেশে দোষী ব্যক্তিদের চিহ্নিত করে কাস্টম অ্যাক্ট ১৯৬৯ এবং প্রচলিত অন্যান্য আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
কেএম/আরএইচ