টিপ পরায় গালিগালাজ : পুলিশের আচরণ ন্যক্কারজনক
তেজগাঁও কলেজের প্রভাষককে কপালের টিপ নিয়ে পুলিশ কর্মকর্তার গালিগালাজের ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। ওই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে অভিযুক্তকে শনাক্ত করে আইনের আওতায় উপযুক্ত শাস্তির দাবিও করেছে সংগঠনটি।
রোববার (৩ এপ্রিল) দুপুরে মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম এবং সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত বিবৃতিতে এ দাবি জানানো হয়।
বিবৃতিতে তারা বলেন, আমরা গভীর ক্ষোভ ও উদ্বেগের সঙ্গে বিভিন্ন সংবাদ মাধ্যমে জানতে পেরেছি, শনিবার সকালে তেজগাঁও কলেজের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রভাষক তার কর্মস্থলে হেঁটে যাওয়ার পথে মোটরবাইকে বসা পুলিশের পোশাক পরিহিত এক ব্যক্তির দ্বারা কপালে টিপ পরার কারণে লাঞ্ছিত হন।
পুলিশের পোশাক পরিহিত ব্যক্তি তাকে টিপ পরার কারণে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং তিনি তার প্রতিবাদ জানালে তার গায়ের উপর দিয়ে বাইক চালিয়ে তাকে চাপা দেওয়ার চেষ্টা করেন।
মহিলা পরিষদ এ ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করছে।
স্বাধীনতার ৫২ বছর পরে স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্রে এই ঘটনা বিশেষভাবে উদ্বেগজনক।
আমরা মনে করি, এ ধরনের ঘটনা বাংলার আবহমানকালের জাতি ধর্ম, বর্ণ গোত্র নির্বিশেষে মানুষের সাংস্কৃতিক অধিকার ও নারীর সাজ এবং পোশাকের অধিকারকে বাধাগ্রস্ত করার অপপ্রয়াস।
জননিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পুলিশ প্রশাসনের কোন ব্যক্তির দ্বারা সংঘটিত এই ন্যক্কারজনক ঘটনা আমাদের স্তম্ভিত করেছে। আমরা মনে করি, সমাজে বসবাসকারী নারীবিদ্বেষী ধর্মীয় মৌলবাদ গোষ্ঠীর এধরনের কর্মকাণ্ড সম্মিলিতভাবে এখনই প্রতিহত করা দরকার।
মহিলা পরিষদ নারীবিদ্বেষী ও সকল ধরনের সাম্প্রদায়িকতা প্রতিরোধ ও পুনরাবৃত্তিরোধে প্রশাসনের যথাযথ দায়িত্বশীল ভূমিকা পালনের দাবি জানাচ্ছে। একইসঙ্গে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে অভিযুক্তকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির দাবি জানাচ্ছে।
জেইউ/আইএসএইচ