শ্রমিক কল্যাণ তহবিলে পৌনে ৩ কোটি টাকা দিল দুই কোম্পানি
পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড এবং বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড তাদের গত এক বছরের মুনাফার নির্দিষ্ট লভ্যাংশ প্রায় ২ কোটি ৭৮ লাখ টাকা শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে জমা দিয়েছে।
বুধবার সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রীর অফিস কক্ষে মন্ত্রণালয়ের সচিব মো. এহছানে এলাহীর হাতে কোম্পানি দুটির প্রতিনিধিরা নিজ নিজ কোম্পানির পক্ষে গত এক বছরে তাদের কোম্পানির লভ্যাংশের চেক হস্তান্তর করেন।
পদ্মা অয়েল কোম্পানির সহকারী মহাব্যবস্থাপক আলী আবছারের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল শ্রম সচিবের সাথে সাক্ষাৎ করে তাদের কোম্পানির গত এক বছরের লাভের নির্দিষ্ট অংশ ১ কোটি ৫৪ লাখ ১ হাজার ৫৮৬ টাকা এবং ইস্টার্ন রিফাইনারির লভ্যাংশ ৩ লাখ ৫১ হাজার ৬২৯ টাকার চেক হস্তান্তর করেন।
পরে বাংলাদেশ সাব-মেরিন ক্যাবল কোম্পানি লিমিটেডের কোম্পানি সেক্রেটারি সালাম খানের নেতৃত্ব দুই সদস্যের প্রতিনিধি তাদের লভ্যাংশ ১ কোটি ১৯ লাখ ৯৯ হাজার ১৪১ টাকার চেক সচিবের কাছে হস্তান্তর করেন।
বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী, দেশি-বিদেশি কোম্পানি/প্রতিষ্ঠানের বছর শেষে মোট লাভের ৫ ভাগের এক-দশমাংশ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে জমা দেওয়ার বিধান রয়েছে। আজ পর্যন্ত ২৪২টি দেশি-বিদেশি এবং বহুজাতিক কোম্পানি/প্রতিষ্ঠান প্রায় ৬২৫ কোটি টাকা জমা দিয়েছে।
চেক হস্তান্তর অনুষ্ঠানে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন মহাপরিচালক গোকুল কৃষ্ণ ঘোষ, পদ্মা অয়েল কোম্পানির এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক মো. শফিউল আজিমসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসএইচআর/এসকেডি