নিজ চিংড়ি মহালের ইজারা বাতিলের নির্দেশ ভূমিমন্ত্রীর
নীতিগত কারণে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী পৈতৃক সূত্রে ইজারার স্বত্ব পাওয়া চিংড়ি মহালের ইজারা বাতিলের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।
বুধবার (৩০ মার্চ) ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন-কক্ষে অনুষ্ঠিত জাতীয় চিংড়ি মহাল ব্যবস্থাপনা কমিটির সভায় সভাপতিত্ব করার সময় তিনি এ নির্দেশ দেন। চিংড়ি মহাল ইজারার ব্যাপারটি ভূমিমন্ত্রীর নিজ মন্ত্রণালয়ভুক্ত হওয়ায় নীতিগত কারণে ইজারা বাতিলের এ নির্দেশনা দেন তিনি।
সভায় উপস্থিত ছিলেন সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল এবং জাফর আলম। এ সময় আরও উপস্থিত ছিলেন ভূমি সচিব মো. মোস্তাফিজুর রহমান।
সভায় বিভিন্ন জেলার প্রতিবেদনের ভিত্তিতে ৪৪টি চিংড়ি মহালের ইজারার প্রস্তাব উত্থাপন করা হয়। এর মধ্যে সাতক্ষীরার ১৩৫ একর আয়তনের চিংড়ি মহাল চিংড়ি চাষের অনুপযুক্ত হওয়ায় তা জলমহালে রূপান্তর করার প্রক্রিয়া শুরু করার জন্য ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়।
এছাড়াও চিংড়ি মহালের রাজস্ব দেওয়ার ক্ষেত্রে হয়রানি রোধে ভূমিমন্ত্রী অনলাইন ব্যবস্থাপনা চালুর নির্দেশ দেন। তিনি চিংড়ি মহালের ইজারা গ্রহীতাদের দুর্ভোগ কমাতে রাজস্ব জমা দেওয়ার সাথে-সাথে ডিসিআর দিয়ে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করার জন্যও নির্দেশ দেন।
এসএইচআর/এসকেডি