বাড্ডায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ শিশুর মৃত্যু
রাজধানীর বাড্ডায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ শিশু সাফিয়ান (৯) মারা গেছে। মঙ্গলবার(২৯ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন।
তিনি ঢাকা পোস্টকে বলেন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ শিশু সাফিয়ান সকালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। তার শরীরের ২৫ শতাংশ দগ্ধ হয়েছিল।
এর আগে তার বাবা সাহিদ হাসান ও মা রেখা চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল তিন জনে।
গত ২৩ মার্চ ভোরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের চার জন দগ্ধ হয়েছিল।
এসএএ/এসএসএইচ