১০২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার দুই কারবারি
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে ১০২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান ও মোটরসাইকেল জব্দ করা হয়।
শনিবার (২৬ মার্চ) সকালে র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবির সোয়েব জানান, শুক্রবার (২৫ মার্চ) সন্ধ্যায় র্যাব-১০ এর একটি দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানার রায়েরবাগ এলাকায় অভিযান পরিচালনা করে আনুমানিক ৩০ লাখ ৩০ হাজার টাকা মূল্যের ১০১ কেজি গাঁজাসহ সহরস আলী বাবু (২৪) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান, দুটি মোবাইল ফোন ও তিন হাজার টাকা জব্দ করা হয়।
একই সময়ে র্যাব-১০ এর অপর একটি দল রাজধানী যাত্রাবাড়ী থানার ধনিয়া এলাকায় অভিযান পরিচালনা করে এক কেজি গাঁজাসহ হৃদয় (২৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল, একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তাররা পেশাদার মাদক কারবারি। তারা বেশ কিছুদিন ধরে যাত্রাবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মাদক মামলা দায়ের করা হয়েছে।
জেইউ/এসএসএইচ