‘আগুনে খাইছে, মানুষও খাইছে’
‘একদিকে আগুন, অন্যদিকে লোকজন লুটপাট করছে। বেড়া ভেঙে সব নিয়ে গেছে। কিচ্ছু নাই। পরনের কাপড়ও নাই। আগুনে খাইছে, মানুষও খাইছে। পোলাপান নিয়ে দৌড়ে জানে বাঁচছি খালি।’
রোববার (২০ মার্চ) রাত সাড়ে ১০টায় এভাবেই আহাজারি করছিলেন ময়না বেগম। রাজধানীর কল্যাণপুর নতুনবাজার বেলতলা বস্তির আগুনে ক্ষতিগ্রস্তদের একজন তিনি। বলেন, ‘প্রথমে জানতে (বুঝতে) পারি নাই আগুন ধরেছে। একটা পরনের কাপড় নিয়ে বেরোতে পারিনি। দৌড়ায় শুধু জীবন আর পোলাপান নিয়ে বাঁচি। কোনো জিনিসই বার করতে পারিনি। সব শেষ।’
রোববার (২০ মার্চ) রাত ৯টায় ফায়ার সার্ভিস আগুনের খবর পায়। ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিটের প্রায় এক ঘণ্টা ২০ মিনিটের চেষ্টায় রাত ১০টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এ সময় ফায়ারকর্মীদের সঙ্গে যোগ দেন স্থানীয়রাও।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাসেল ফারুক বলেন, ‘প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। তবে আগুন খুবই ভয়াবহ ছিল। বস্তির দুই-তৃতীয়াংশ জ্বলেছে। বস্তির অধিবাসীরা আহাজারি করছেন। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।’
জেইউ/এমএইচএন/এইচকে/