জাপান বড় অর্থনৈতিক শক্তি, বাংলাদেশ কাজে লাগাতে চায়
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, জাপান বাংলাদেশের অন্যতম বন্ধু। তাদের সঙ্গে আমাদের কখনো মনোমালিন্য হয়নি। সরকার জাপানকে সবসময় উচ্চ মর্যাদা দিয়ে থাকে। জাপান এশিয়ার বড় অর্থনৈতিক শক্তি। আমরা এটাকে কাজে লাগাতে চাই।
বুধবার রাজধানীর ওয়েস্টিন হোটেলে সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) আয়োজিত ‘বাংলাদেশ -জাপান পার্টনারশিপ ফর দ্য নেক্সট ডেভেলপমেন্ট জার্নি’ শীর্ষক এক সংলাপে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, একবার জাপানের প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরে এসে শীতলক্ষ্যা নদী দেখেছিলেন। শীতলক্ষ্যা নদীতে সরু সেতু দেখে তিনি কষ্ট পেয়েছিলেন। এরপরে শীতলক্ষ্যায় প্রশস্ত সেতু নির্মাণ করার নির্দেশ দেন তিনি।
তিনি বলেন, একসময় কেউ বাংলাদেশের সঙ্গে এফটিএ চুক্তি করতে তেমন আগ্রহ দেখায়নি। তবে জাপান নিজেই এফটিএ চুক্তি করতে আগ্রহ প্রকাশ করেছে। বাংলাদেশ সুযোগটিকে কাজে লাগাতে চায়।
জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বলেন, বাংলাদেশ ২০২৪ সালে স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার পর চলমান বাণিজ্যসুবিধা অব্যাহত রাখতে চায় জাপান। এজন্য মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) অথবা অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ) সম্পাদন এবং উভয় দেশের বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে একটি যৌথ কার্য দল গঠন করা যেতে পারে।
তিনি বলেন, স্বাধীনতার পর থেকে জাপান বাংলাদেশের পাশে রয়েছে। জাপান বাংলাদেশের সব থেকে বড় উন্নয়ন সহযোগী। এ সহযোগিতা অব্যাহত রাখতে এফটিএর জন্য আমরা আগ্রহী। দুই দেশের প্রতিনিধিদের নিয়ে একটা কমিটি করা হবে। জাপান বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির উদ্যোগ নিয়েছে।
বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুনের সভাপতিত্বে সংলাপে অংশ নেন সিপিডি চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহানসহ আরও অনেকে।
এসআর/আরএইচ