বাংলাদেশ থেকে শ্রমিক নিতে চায় বুখারেস্ট
বাংলাদেশ থেকে পরিচ্ছন্নকর্মীসহ দক্ষ-অদক্ষ শ্রমিক নিতে আগ্রহ প্রকাশ করেছেন রোমানিয়ার রাজধানী বুখারেস্টের (থার্ড ডিস্ট্রিক) মেয়র রবার্ট সোরিন নেগোইতা।
রোববার ঢাকা দক্ষিণের নগর ভবনে মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের সঙ্গে বৈঠককালে এ আগ্রহ প্রকাশ করেন তিনি।
বৈঠকে বুখারেস্টের মেয়রের সঙ্গে তার প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন। দলে ছিলেন, বুখারেস্ট পুলিশের ডেপুটি ডিরেক্টর ভিক্টর নিয়াগু, বুখারেস্টের সিটি ম্যানেজার মারিউস ড্যানিয়েল সিওবিকা।
অন্যদিকে তাপসের দলে ছিলেন, দক্ষিণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা সিতওয়াত নাঈম, প্রধান প্রকৌশলী সালেহ আহম্মেদ প্রমুখ। বাংলাদেশ চেম্বার অব কমার্সের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলামও বৈঠকে উপস্থিত ছিলেন।
বৈঠকে মেয়র রবার্ট নেগোইতা জানান, বুখারেস্টে দক্ষ-অদক্ষ শ্রমিকসহ পরিচ্ছন্ন কর্মীর চাহিদা রয়েছে। বাংলাদেশ থেকে সেই চাহিদার একাংশ পূরণে আমরা আগ্রহী। মেয়র ব্যারিস্টার শেখ তাপস তার আগ্রহের জন্য ধন্যবাদ জানিয়ে প্রয়োজনীয় সহযোগিতা করার আশ্বাস ব্যক্ত করেন।
এর আগে ধানমন্ডি-৩২ নম্বরে বুখারেস্টের মেয়র রবার্ট সোরিন নেগোইতা ও তার দলের সদস্যরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
এ সময় বঙ্গবন্ধু জাতীয় জাদুঘরের কিউরেটর নজরুল ইসলাম খান, অঞ্চল-১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. হায়দর আলী, দক্ষিণ সিটির ১৫ নং ওয়ার্ডের কাউন্সিলর মো রফিকুল ইসলাম বাবলা, প্রধান নগর পরিকল্পনাবিদ মো. সিরাজুল ইসলাম, জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের, অঞ্চল-১ নির্বাহী মিথুন চন্দ্র শীল প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে রোমানিয়ার মেয়র বঙ্গবন্ধু ভবনের বিভিন্ন কক্ষ ঘুরে ঘুরে পরিদর্শন করেন এবং সর্বশেষ তিনি বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পরিদর্শন বইয়ে তার মন্তব্য লিখেন।
পরে বুখারেস্টের দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনে এলে মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস তাকে স্বাগত জানান।
দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের আমন্ত্রণে বুখারেস্টের মেয়র রবার্ট নেগোইতা শনিবার সন্ধ্যায় পাঁচদিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে আসেন। তিনি বাংলাদেশ সফর শেষে আগামী ১৭ তারিখে বুখারেস্ট ফিরে যাবেন। ঢাকায় থাকাকালে তিনি দক্ষিণ সিটি করপোরেশনের সঙ্গে একাধিক অনুষ্ঠানে অংশ নেবেন।
এছাড়াও দক্ষিণ সিটির সঙ্গে বুখারেস্টের মধ্যকার সিস্টার সিটি সংক্রান্ত সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে অংশ নেবেন। তাছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়, এফবিসিসিআই, ডিসিসিআইসহ সরকারের একাধিক সংস্থা ও ব্যবসায়ী সংগঠনের সঙ্গে বুখারেস্টের মেয়র নানা অনুষ্ঠান ও বৈঠকে মিলিত হবেন।
এএসএস/আরএইচ