যাত্রাবাড়ীতে তিনতলা থেকে পড়ে টাইলস মিস্ত্রি নিহত

রাজধানীর যাত্রাবাড়ীর ভাঙা প্রেস এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনতলা থেকে পড়ে শাওন (৩০) নামে এক টাইলস মিস্ত্রি নিহত হয়েছেন।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১০ মার্চ) সন্ধ্যা পৌনে সাতটায় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শাওনকে উদ্ধার করে ঢামেকে আনেন সহকর্মী আলম। তিনি ঢাকা পোস্টকে বলেন, আমরা ভাঙা প্রেস এলাকার আবেদিন টাওয়ারে টাইলসের কাজ করছিলাম। ভবনের পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের তারে জড়িয়ে শাওন তিনতলা থেকে পড়ে গুরুতর আহত হয়।
বিজ্ঞাপন
তিনি আরো বলেন, শাওনের বাড়ি কোথায় আমার জানা নেই।
ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা যাত্রাবাড়ী থানাকে ঘটনাটি জানিয়েছি।
এসএএ/এইচকে