জাতির পিতার জন্মদিনের অনুষ্ঠান আয়োজনে সমন্বয় সভা
আগামী ১৭ মার্চ জাতির পিতার জন্মদিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সমাধিসৌধে শ্রদ্ধানিবেদন আয়োজন করতে যাচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি। এ উপলক্ষে মঙ্গলবার ঢাকায় ওই কমিটির কার্যালয়ে এক সমন্বয় সভার আয়োজন করা হয়।
শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানের প্রতিপাদ্য-‘টুঙ্গিপাড়া : হৃদয়ে পিতৃভূমি’। সরকারের এক তথ্যবিবরণীতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, জাতির পিতার সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানটি যথাযথ ভাবগাম্ভীর্যপূর্ণভাবে আয়োজনের ওপর গুরুত্বারোপ করে জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী সভায় বক্তব্য রাখেন। সভায় শ্রদ্ধানিবেদন অনুষ্ঠান সফল করে তুলতে সংশ্লিষ্ট সব বিভাগ ও সংস্থাকে নির্দেশনা দেওয়া হয়।
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, জাতীয় বাস্তবায়ন কমিটির সংস্কৃতি বিষয়ক উপকমিটির আহ্বায়ক আসাদুজ্জামান নূর, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের চেয়ারম্যান আহমদ শামীম আল রাজী, সশস্ত্র বাহিনী বিভাগ, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, বাংলাদেশ টেলিভিশন ও বাস্তবায়ন কমিটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসএইচআর/আইএসএইচ