গুলশানে মাইক্রোবাসের ধাক্কায় পরিচ্ছন্নতাকর্মী নিহত
রাজধানীর গুলশানের কোকাকোলা মোড়ে মাইক্রোবাসের ধাক্কায় সখিনা আক্তার (২৮) নামে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) এক পরিচ্ছন্নতাকর্মী নিহত হয়েছেন।
সোমবার (৭ মার্চ) ভোরে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভোর সাড়ে ৫টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহত সখিনার স্বামী আব্দুল করিম ঢাকা পোস্টকে বলেন, আমার স্ত্রী সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করত। আজ ভোরে গুলশানের নতুন বাজার কোকাকোলা মোড় এলাকার রাস্তায় ঝাড়ু দেওয়ার সময় দ্রুতগামী একটি মাইক্রোবাস ধাক্কা দেয়। এতে সে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত সখিনা নতুন বাজার কোকাকোলা মোড় এলাকায় থাকতেন। তিনি দুই ছেলে ও এক মেয়ের জননী ছিলেন। তার বাড়ি নেত্রকোনা জেলার কলমাকান্দা থানা এলাকায়।
জানতে চাইলে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহটি ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
এসএএ/এসএসএইচ