গণঅধিকার পরিষদের মিছিলে পুলিশের লাঠিচার্জ, আহত ৩
রাজধানীর শাহবাগে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে গণঅধিকার পরিষদের মিছিলে লাঠিচার্জ করেছে পুলিশ। এতে তিন জন আহত হয়েছেন।
শুক্রবার (৪ মার্চ) বিকেলে আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। আহতরা হলেন— লোকমান (২৮), ইমরান (২৬) ও শাহরিয়ার (২৮)।
আহতদের উদ্ধার করে নিয়ে আসা আমিনুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে শাহবাগে গণঅধিকার পরিষদ একটি প্রতিবাদ মিছিল করে। এ সময় পুলিশ আমাদের ওপর লাঠিচার্জ করে। পরে তিন জনকে আহত অবস্থায় ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসি। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের আমরা নিয়ে এসেছি।
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, শাহবাগ থেকে আহত অবস্থায় তিন জনকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছিল। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ছেড়ে দিয়েছেন চিকিৎসক। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে শাহবাগে মিছিলে পুলিশের লাঠিচার্জে তারা আহত হয়েছেন বলে জানিয়েছেন।
এসএএ/এসএসএইচ