টার্গেট করেই ইউক্রেনে বাংলাদেশের জাহাজে হামলা হয়েছে

টার্গেট করেই ইউক্রেনে বাংলাদেশের জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’তে হামলা করা হয়েছে বলে জানিয়েছেন নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহ্মুদ চৌধুরী। বৃহস্পতিবার (৩ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান নৌ প্রতিমন্ত্রী।
বিজ্ঞাপন
তিনি বলেন, ইউক্রেনে অবস্থানরত বাংলার সমৃদ্ধি জাহাজে আটকে পড়া ২৮ বাংলাদেশি নাবিককে উদ্ধার বা নিরাপদে সরিয়ে নিতে কূটনৈতিক পর্যায়ে ব্যাপক তৎপরতা চালানো হচ্ছে।
প্রতিমন্ত্রী বলেন, জাহাজে রকেট হামলায় নিহত বাংলাদেশি নাবিক হাদিসুরের মরদেহ দেশে ফেরত আনার বিষয়টি নির্ভর করছে যুদ্ধ পরিস্থিতির ওপর।
বিজ্ঞাপন
কারা এ হামলা করেছে সে বিষয়টি বাংলাদেশ সরকার নিশ্চিত নয় জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, বিষয়টি নিশ্চিত হওয়ার পর আমরা এ বিষয়ে কথা বলবো।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, তারা তো (নাবিকরা) নিরাপদেই ছিল। যখন ২৩ তারিখে জাহাজ আটকে যায়, তখন থেকেই আমাদের সঙ্গে যোগাযোগ আছে। তারা সেখানে নিরাপদই ছিল, জাহাজের মধ্যে ক্রুরা ছিল। গতকালকে যে ঘটনা ঘটে গেছে, এখন যেটা মনে হচ্ছে, সেটা তো একটা টার্গেট করেই হামলাটা হয়েছে, এরকমই মনে হচ্ছে ছবি দেখে।
বিজ্ঞাপন
আমরাও সেটা জেনেছি, যারা এক্সপার্ট আছেন তাদের কাছেও এটা জেনেছি যে, এরকম একটা অবস্থা (টার্গেট করে হামলা) হয়েছে, বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, বাণিজ্যিক জাহাজে আক্রমণ হওয়ার কথা নয় তবুও হামলা হয়েছে। রাশিয়া ও ইউক্রেনে অবস্থিত রেড ক্রসের সঙ্গেও আমাদের কথা হচ্ছে।
জাহাজে রাশিয়ার এই হামলাকে নিন্দা করবেন কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, হামলাটা যুদ্ধের মধ্যে হয়েছে। কারা হামলা করেছে আমরা এখনও কনফার্ম হতে পারিনি। যুদ্ধে রকেটে আক্রান্ত হয়েছে, কিন্তু কোন রকেটে আক্রান্ত হয়েছে, সেটা বলতে পারি না। আমরা যখন জানবো কারা আক্রান্ত করেছে, তখন আমরা সেটার ব্যাপারে কথা বলব।
তিনি বলেন, এখন সবচেয়ে বড় কথা, যে নাবিকরা আছেন তাদের নিরাপত্তা আমাদের ফার্স্ট প্রায়োরিটি। ইতোমধ্যে প্রধানমন্ত্রী অবহিত হয়েছেন, তিনিও এ বিষয়টি পদক্ষেপ নেওয়ার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়সহ অন্যান্য যেসব উইং আছে, তাদেরকে নির্দেশনা দিয়েছেন।
এসএইচআর/এসএম