বাঁশখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা
বাঁশখালী উপজেলার খানখানাবাদ ইউনিয়নে অবৈধভাবে বালু উত্তোলন ও সংরক্ষণের অপরাধে মো. বোরহান উদ্দিন নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২৮ ফেব্রুয়ারি) বাঁশখালীর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুকের নেতৃত্বে ঈশ্বর বাবুরহাট এলাকার পূর্ব রায়ছটা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে বালুর স্তূপ, বালুসহ ১টি ট্রাক জব্দ করা হয়েছে। এছাড়া পাশের আরেকটি স্থান থেকে মো. আনিস নামে একজনের বালুর স্তূপ ও একটি খনন যন্ত্র জব্দ করা হয়।
বাঁশখালীর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক ঢাকা পোস্টকে বলেন, বাঁশখালী উপজেলায় নাপুড়া ছড়া ব্যতীত কোনো বালু মহাল ইজারা দেওয়া হয়নি। ফলে অনেক অসাধু ব্যক্তি অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। আজ অভিযান চালিয়ে জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান চৌধুরী বলেন, অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর সঙ্গে জড়িতদের তালিকা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ইজারা বহির্ভূত বালি উত্তোলন ও পরিবেশ বিনষ্টকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পরিবেশ অধিদপ্তরকে অনুরোধ করা হয়েছে।
উল্লেখ্য, গত ১৬ ফেব্রুয়ারি পুইছড়ি ইউনিয়নে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা ও বালুসহ ট্রাক জব্দ করে প্রশাসন।
কেএম/এসকেডি