খিলগাঁওয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর খিলগাঁও থানাধীন মমিনবাগ বড়বাড়ী এলাকায় লিজা আক্তার (১৪) নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর একটার দিকে এ ঘটনা ঘটে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ ময়না তদন্তের জন্য বিকেল ৫টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠায় পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইলিয়াস হোসেন ঢাকা পোস্টকে জানান, আমরা খবর পেয়ে দুপুর আড়াইটার দিকে ঘটনাস্থলে যাই। পরে মোমিনবাগ ২৫৫ নম্বর বাসার তৃতীয়তলার কাঠের আড়ার সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে বিকেলে মরদেহ ময়না তদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে।
ওই শিক্ষার্থীর আত্মীয়র বরাতে এসআই জানান, লিজার মা হাসিনা বেগম বিভিন্ন বাসা-বাড়িতে কাজ করেন। মেয়েকে বকাঝকা করায় অভিমান করে সে ফাঁস দিয়েছে।
লিজার খালাতো ভাই আব্দুর রাজ্জাক জানান, সে স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। কি কারণে ফাঁস দিয়েছে এ বিষয়ে কিছু জানা নেই। তবে শুনেছি মায়ের বকাঝকায় অভিমান করে সে ফাঁস দিয়েছে।
তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানার চর হাসানদিয়া গ্রামে। তার বাবার নাম মো. তোফাজ্জল হোসেন।
এসএএ/জেডএস