ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস জাতির সামনে তুলে ধরতে হবে
রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক চেয়ারম্যান প্রফেসর ডা. আব্দুর রব বলেছেন, মাতৃভাষা মানুষের জন্মগত অধিকার। মানুষ যে দেশে জন্মগ্রহণ করে সে দেশের ভাষাই তার মাতৃভাষা। জন্মগতভাবে আমরা বাংলাদেশি, আর বাংলা আমাদের মাতৃভাষা।
বিজ্ঞাপন
তিনি বলেন, বাংলা ভাষার ইতিহাস ও আন্দোলন অনেক দীর্ঘ। আজ বাংলা ভাষা আন্দোলনের ইতিহাসকে বিকৃত করা হচ্ছে। আমাদের ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস জাতির সামনে তুলে ধরতে হবে। বাংলা ভাষা নিয়ে যুব সমাজকে গবেষণায় উদ্বুদ্ধ করতে হবে।
সবার প্রতি আহবান জানিয়ে তিনি বলেন, নিজ সন্তানদের বাংলা ভাষা চর্চায় উৎসাহিত করতে হবে। সর্বক্ষেত্রে বাংলা ভাষার প্রচলনের জন্য যারা কাজ করছেন, তাদের পুরস্কৃত করার ব্যবস্থা করা দরকার। পাশাপাশি ভিন দেশি অপসংস্কৃতির হাত থেকে যুবসমাজকে রক্ষা করতে হবে, এজন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা খুবই জরুরি।
বিজ্ঞাপন
রোববার (২৭ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে সম্ভাবনার বাংলাদেশ আয়োজিত ‘বাংলা ভাষার গৌরবময় ইতিহাস জাতীয় মুক্তির পথ’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।
সেমিনারে দৈনিক নয়া দিগন্ত পত্রিকার সম্পাদক আলমগীর মহিউদ্দিন বলেন, সালাম, বরকত, রফিক ও জব্বারদের রক্তের বিনিময়ে বাংলা রাষ্ট্রভাষার মর্যাদা পেয়েছিল। ১৯৫২-এর ভাষা আন্দোলনের ওই অঙ্গীকার থেকে দূরে সরে এসে বাংলা ভাষাকে লাঞ্ছিত করা যাবে না। ভাষাভিত্তিক জাতীয়তাবাদী আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশের অভ্যুদয়- এই সত্যটি আমাদের ভুলে গেলে চলবে না। ভাষা মানুষের বিচ্ছিন্নতা দূর করে, পরস্পরকে ঐক্যবদ্ধ করে। কাজেই দেশ ও জাতির ঐতিহাসিক প্রয়োজনে বাংলাভাষা চর্চাকে বিকশিত ও উন্নত করাই হবে আমাদের অন্যতম কর্তব্য।
বিজ্ঞাপন
সেমিনারে আরও উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহ-অধ্যাপক ও শিশু বিশেষজ্ঞ ডা. আতিয়ার রহমান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি সাংবাদিক কাদের গণি চৌধুরী, কবি মোশাররফ হোসেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম।
এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুল মান্নান।
এমএইচএন/এমএইচএস