বনানীতে ট্রেনে কাটা পড়ে নার্সিং কলেজের ছাত্র নিহত
রাজধানীর বনানীতে ট্রেনে কাটা পড়ে নূরে আলম সিদ্দিকী (১৯) নামে নার্সিং কলেজের প্রথম বর্ষের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) ভোরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠায় পুলিশ।
উদ্ধার করে নিয়ে আসা রেলওয়ে থানা পুলিশের উপ-সহকারী পরিদর্শক (এএসআই) আনোয়ার হোসেন ঢাকা পোস্টকে বলেন, নুরে আলম টঙ্গী ইন্টারন্যাশনাল নার্সিং কলেজের প্রথম বর্ষের ছাত্র। গতকাল বিকেলে বন্ধুদের সঙ্গে বেড়াতে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন তিনি। রাত সাড়ে ১০টার দিকে বনানীর রেলক্রসিংয়ে প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে মারা যান।
তিনি আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়। তার বাড়ি নওগাঁ জেলার বদলগাছী থানা এলাকায়। তার বাবার নাম মৃত আনোয়ার হোসেন।
এসএএ/এসকেডি