বে ওয়ানের ইঞ্জিন রুমে ধোঁয়া, সাগরে নোঙর করে রাখা হয়েছে জাহাজ
চট্টগ্রাম থেকে সেন্টমার্টিনগামী বিলাসবহুল জাহাজ বে ওয়ান ক্রুজের ইঞ্জিন রুম থেকে প্রচন্ড ধোঁয়ার সৃষ্টি হয়েছিল বলে জানিয়েছেন যাত্রীরা। তবে ৩০ মিনিট পরেই ধোঁয়া কমে যায়। এরপর সাগরে মাঝ পথে নোঙর করেছে জাহাজটি। তবে কোনো যাত্রী আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টায় বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন জাহাজে থাকা মানবাধিকারকর্মী আমিনুল হক বাবু।
তিনি বলেন, রাত সোয়া ১০টায় পতেঙ্গা থেকে জাহাজটি ছেড়ে আসে। রাত সোয়া ১২টার দিকে আমরা কেবিন থেকে ধোঁয়ার গন্ধ পেয়ে বের হই। ছাদে গিয়ে প্রচুর ধোঁয়া দেখেছি। তখন আতঙ্কে যাত্রীরা হুড়োহুড়ি করছিল। রাত পৌনে ১টার দিকে জাহাজের ইঞ্জিন বন্ধ করে দেওয়া হয়। এরপর ধোঁয়া কমে গেছে। রাত সোয়া ২টা পর্যন্ত জাহাজটি মাঝ সাগরে নোঙর করা আছে। তবে এ ঘটনায় জাহাজের কোনো যাত্রী আহত হননি।
তিনি আরও বলেন, যাত্রীরা সবাই লাইফ জ্যাকেট পরে আছে। পর্যাপ্ত লাইফ জ্যাকেট আছে। তবে এখন পর্যন্ত কোনো জাহাজ সাহায্যে এগিয়ে আসেনি। এখন কি করবে জানি না।
বে ওয়ানে থাকা যাত্রী আরমান বলেন, হঠাৎ করে জাহাজে ধোঁয়া দেখা গেছে। আমরা পাঁচতলায় আছি। ভালো আছি।
আরেক যাত্রী শরীফ মোহাম্মদ ফেসবুকে লেখেন, কুতুবদিয়া আসার পরে বেওয়ানে আগুন ধরেছিল। এখন আগুন নিয়ন্ত্রণে। ধোঁয়া দেখে বাচ্চা ও বুড়া মানুষেরা কান্নাকাটি করেছিল।
তবে এ ঘটনায় জাহাজ কর্তৃপক্ষ বা কোস্টগার্ডের বক্তব্য জানতে পারেনি ঢাকা পোস্ট।
কেএম/এসএসএইচ