চট্টগ্রামে চুরি করা অপরিশোধিত ভোজ্যতেলসহ আটক ১২
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে অয়েল ট্যাংকার থেকে অপরিশোধিত ভোজ্যতেল চুরি করে খালাসের সময় লাইটারেজের পাঁচ শ্রমিকসহ ১২ জনকে আটক করেছে নৌ পুলিশ। এ সময় একটি লাইটারেজ জাহাজ ও দুটি তেলের ভাউজার জব্দ করেছে নৌ-পুলিশ। এছাড়া প্রায় ১১ হাজার লিটার ভোজ্যতেল জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) পতেঙ্গা থানার ১২ নম্বর ঘাট এলাকায় লাইটারেজ থেকে তেল খালাসের সময় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন নৌ-পুলিশের সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মিজানুর রহমান।
তিনি বলেন, বিদেশ থেকে আমদানি করা অপরিশোধিত ভোজ্যতেল চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে মাদার ভ্যাসেল থেকে চুরি করে ঘাটে নিয়ে এসেছিল আটকরা। চোরচক্রের সদস্যরা পরস্পর যোগসাজশে অয়েল ট্যাংকার থেকে তেল চুরি করে লাইটারেজ জাহাজে পাচার করেছে। তারপর সেগুলো ঘাটে এনে ভাউজারে খালাস করে। খালাসের সময় ১২ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে সাত জন শ্রমিক ও পাঁচ জন জাহাজের কর্মী। তাদের বিরুদ্ধে পতেঙ্গা থানায় মামলা করা হবে।
নৌ-পুলিশ জানিয়েছে, তেলগুলো টিকে গ্রুপের বলে জানা গেছে। যে লাইটারেজ জাহাজে চুরি করা তেলগুলো নেওয়া হয়েছিল তা তানিশা এন্টারপ্রাইজের। তেল খালাসের সময় সংশ্লিষ্টরা কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।
কেএম/এসএসএইচ