সিএমজেএফ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন তিন সাংবাদিক
সিএমজেএফ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেয়েছেন তিন সাংবাদিক। তারা হলেন- যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার আলমগীর হোসেন, ইংরেজি দৈনিক ডেইলি স্টারের স্টাফ রিপোর্টার আহসান হাবীব রাসেল ও জাগো নিউজের নিজস্ব প্রতিবেদক সাঈদ শিপন।
বুধবার (১৫ ডিসেম্বর) রাতে রাজধানীর হোটেল ওয়েস্টিনে রেডিও-টেলিভিশন, প্রিন্ট ও অনলাইন ক্যাটাগরিতে তিন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল ইসলাম।
পুঁজিবাজার সাংবাদিকদের সংগঠন ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম (সিএমজেএফ) বিজয়ী তিনজনকে ক্রেস্ট ও ৫০ হাজার টাকার টাকার চেক প্রদান করেন। এ বছর পাঁচ ধরনের মানদণ্ডে তিন ক্যাটাগরিতে এই তিনজনকে অ্যাওয়ার্ড দেওয়া হয়।
এ সময় নিউজ বাংলার সম্পাদক মণ্ডলীর সভাপতি চৌধুরী নাফিজ সারাফাত, জুরি বোর্ডের চেয়ারম্যান ও বিএসইসির সাবেক কমিশনার অধ্যাপক স্বপন কুমার বালা, বিএসইসির বর্তমান কমিশনার অধ্যাপক শেখ সামসুদ্দিন আহমেদ ও মিজানুর রহমান, বেসিসের সাবেক সভাপতি শামীম আহসান, সিএমজেএফ সভাপতি হাসান ইমাম রুবেল, সাধারণ সম্পাদক মনির হোসেন উপস্থিত ছিলেন।
রেডিও-টেলিভিশন ক্যাটাগরিতে যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার আলমগীর হোসেন, প্রিন্ট মিডিয়ায় ইংরেজি দৈনিক ডেইলি স্টারের স্টাফ রিপোর্টার আহসান হাবীব রাসেল ও অনলাইন ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পেয়েছেন জাগো নিউজের নিজস্ব প্রতিবেদক সাঈদ শিপন।
এ বছর তিনটি ক্যাটাগরির মধ্যে পত্রিকার তিনটি, অনলাইনের ৩টি ও টেলিভিশন ক্যাটাগরিতে একটি মোট ৭টি রিপোর্ট জমা পড়ে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, এই পুরস্কার পুঁজিবাজার সাংবাদিকদের ভালো রিপোর্ট করতে আরও বেশি উৎসাহ দেবে। রিপোর্টের মান আরও ভালো হবে।
উল্লেখ্য, বিএমজেএফের বর্তমান সদস্য সংখ্যা ৭৪ জন।
এমআই/ওএফ