রিয়াজ চৌধুরীর ওপর হামলার ঘটনায় ডিআরইউয়ের উদ্বেগ
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সাধারণ সম্পাদক ও দি সাউথ এশিয়ান টাইমসের বিশেষ প্রতিনিধি রিয়াজ চৌধুরীর ওপর দুর্বৃত্তদের হামলায় গভীর উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছে ডিআরইউ।
শনিবার (৪ ডিসেম্বর) সংগঠনটির কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি মুরসালিন নোমানী ও সাধারণ সম্পাদক মসিউর রহমান খানের স্বাক্ষরিত এক সংবাদ বিবৃতিতে এ উদ্বেগ ও প্রতিবাদ জানানো হয়।
একইসঙ্গে রিয়াজ চৌধুরীর ওপর যারা হামলা করেছে তাদের দ্রুত শনাক্ত করে বিচারের মুখোমুখি করতে আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানানো হয়।
এ ঘটনায় রিয়াজ চৌধুরী তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নম্বর ১৩৮।
ঘটনার বিবরণ দিয়ে জিডিতে রিয়াজ চৌধুরী উল্লেখ করেন, শুক্রবার (৩ ডিসেম্বর) রাত সাড়ে ১০টায় তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকার নিউ এইজ অফিসের সামনে অজ্ঞাত দুই ব্যক্তি মোটরসাইকেল দিয়ে পেছন থেকে তার রিকশায় ধাক্কা দেয়। একপর্যায়ে মুখে কিল-ঘুষি মেরে জখম করে। এ সময় হামলাকারীরা বলে, ‘তুই বেশি বেড়ে গেছিস’, ‘তোকে মেরে ফেলব’। দুর্বৃত্তরা তার হাতে থাকা মোবাইল ফোন আছাড় মেরে ভেঙে ফেলে।
এমআই/এমএইচএস/জেএস