সাংবাদিক বশিরকে প্রাণনাশের হুমকিতে ডিআরইউর নিন্দা
দৈনিক আমার বার্তার সিনিয়র রিপোর্টার মো. বশির হোসেন খানকে প্রাণনাশের হুমকির ঘটনায় নিন্দা ও উদ্বেগ জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। তিনি সংগঠনটির স্থায়ী সদস্য।
বৃহস্পতিবার ডিআরইউ সভাপতি মুরসালিন নোমানী ও সাধারণ সম্পাদক মসিউর রহমান খানের সই করা এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়। এতে ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
গত ১৭ নভেম্বর রিপোর্টার মো. বশির হোসেন খান রমনা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এতে বলা হয়, ওই দিন সন্ধ্যায় একটি সংবাদের জন্য মন্তব্য নিতে মাহফুজুর রহমান নামে এক ব্যক্তিকে কল করেন বশির। পরে মাহফুজুরের ভাই পরিচয়ে আরেক ব্যক্তি তাকে গালাগাল ও প্রাণনাশের হুমকি দেন ।
এ বিষয়ে বশির হোসেন খান বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের দালাল চক্র ও বিভিন্ন অনিয়মের বিষয় নিউজ করতে দালাল চক্রের হোতা হিসাবে পরিচিত মাহফুজুর রহমানকে কল দিয়ে এমন হুমকির মুখে পড়তে হয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।
আরএম/আরএইচ