বিএফইউজে নির্বাচনে মনোয়নপত্র জমা শেষ, প্রার্থী তালিকা শনিবার
আসন্ন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নির্বাচনে অংশ নিতে মনোনয়ন ফরম জমা দেওয়া শেষ হয়েছে। নির্বাচনে প্রার্থী হতে প্রায় ৯০ জন ফরম সংগ্রহ করেছিলেন। আগামী শনিবার মনোয়নপত্র জমা দেওয়া প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বিএফইউজের কার্যালয় সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানায়, আজ মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ দিন ছিল। রাত ৮টা পর্যন্ত প্রার্থীরা তাদের মনোনয়ন ফরম জমা দিয়েছেন। আগামী ২৩ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে।
বিএফইউজে কার্যালয়ে গিয়ে দেখা যায়, সকাল থেকে নির্বাচন ঘিরে বিভিন্ন সাংবাদিক নেতারা কার্যালয়ে আসছেন। সবার সঙ্গে মতবিনিময় করছেন। এর মধ্যে অনেকেই মনোনয়ন ফরম জমা দিয়ে যাচ্ছেন। দুপুরের দিকে মহাসচিব পদে দীপ আজাদ, সভাপতি পদে ওমর ফারুক, দফতর সম্পাদক পদে সেবীকা রানীসহ বিভিন্ন পদে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসচিব পদে লায়েকুজ্জামান ফরম জমা দিয়েছেন। যুগ্ম সম্পাদক পদে নাছিমা পারভীন সোমা, মানিক লাল ঘোষ ফরম জমা দিয়েছেন। এর বাইরে বর্তমান ভারপ্রাপ্ত মহাসচিব আব্দুল মজিদ মহাসচিব পদে ফরম জমা দিয়েছেন। এছাড়া সভাপতি পদে আবু জাফর সূর্য, আব্দুল জলিল ভূঁইয়ার মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বিএফইউজে কার্যালয় সূত্র জানায়, এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা প্রায় চার হাজার। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন জ্যেষ্ঠ সাংবাদিক শাহজাহান সরদার।
একে/এসএসএইচ