দায়িত্ব গ্রহণ করল বিএসআরএফ’র নবনির্বাচিত কমিটি
দায়িত্ব গ্রহণ করেছে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি।
মঙ্গলবার (২২ জুন) দুপুরে সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে এক অনুষ্ঠানের মাধ্যমে বিদায়ী কমিটির কাছ থেকে দায়িত্ব বুঝে নেয় নবনির্বাচিত কমিটি।
বিএসআরএফ’র সভাপতি তপন বিশ্বাস, সাধারণ সম্পাদক মাসউদুল হক, বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক শামীম আহমেদ, প্রতিষ্ঠাকালীন কার্যনির্বাহী সদস্য সাখাওয়াত হোসেন বাদশাসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এর আগে সকাল ১১টায় ফল উৎসবের আয়োজন করা হয়।
গত ১৩ জুন জাতীয় প্রেসক্লাবে বিএসআরএফ’র নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের মাধ্যমে নবনির্বাচিত কমিটি গঠিত হয়।
এসএইচআর/এইচকে