পুনরায় চালু হচ্ছে দৈনিক ভোরের কাগজ

জটিলতা কাটিয়ে পুনরায় পুরোদমে চালু হচ্ছে দৈনিক ভোরের কাগজ।
বিজ্ঞাপন
আজ (বৃহস্পতিবার) থেকে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় খুলে দেওয়া হয়েছে। এজন্য প্রতিষ্ঠানের সব সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীকে অবিলম্বে কাজে যোগদানের অনুরোধ জানিয়েছে ভোরের কাগজ কর্তৃপক্ষ।
প্রতিষ্ঠানটি খোলার বিষয়ে এক নোটিশে বলা হয়, ‘ভোরের কাগজ’ কর্তৃপক্ষ নিয়ন্ত্রণ বহির্ভূত কিছু অনাকাঙ্খিত ঘটনার কারণে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ এর ১২ ধারা মোতাবেক ২০ জানুয়ারি থেকে প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় বন্ধ ঘোষণা করেন। উদ্ভূত পরিস্থিতি নিরসন হওয়ায় আজ (২৭ মার্চ) আবারও ভোরের কাগজের প্রধান কার্যালয় খুলে দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানের সব সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীকে অবিলম্বে কাজে যোগদানের জন্য বলা হলো।
বিজ্ঞাপন
১৯৯২ সালে ভোরের কাগজের যাত্রা শুরু হয়। বর্তমানে রাজধানীর মালিবাগ এলাকায় পত্রিকাটির প্রধান কার্যালয়।
এনএম/এমএ