ডিএসইসির ইফতার মাহফিল বৃহস্পতিবার

ঢাকায় কর্মরত পেশাদার সাংবাদিকদের অন্যতম বৃহৎ সংগঠন ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) ইফতার মাহফিল বৃহস্পতিবার (২০ মার্চ) অনুষ্ঠিত হবে। জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত এ ইফতার ও দোয়া মাহফিলের বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজন ও রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং সংগঠনের সদস্যরা উপস্থিত থাকবেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত থাকবেন।
এছাড়া ডিইউজে, বিএফইউজে ও জাতীয় প্রেসক্লাবের সভাপতি-সাধারণ সম্পাদক/মহাসচিবসহ সাংবাদিক নেতারা উপস্থিত থাকবেন।
সংগঠনের সভাপতি মুক্তাদির অণিক ও সাধারণ সম্পাদক জাওহার ইকবাল খান সংশ্লিষ্ট সবার উপস্থিতি কামনা করেছেন।
এসএম