ইলিয়াসের টকশোটি বিশ্বে এককসময়ে সবচেয়ে বেশি দেখা লাইভ ভিডিও নয়
মেজর শরিফুল হক ডালিম দাবি করা এক ব্যক্তির সঙ্গে সাংবাদিক ইলিয়াস হোসেনের লাইভ টকশোটি এককসময়ে ইউটিউবে সম্প্রচারিত লাইভ স্ট্রিমিংয়ের ইতিহাসে দ্বিতীয় স্থানে রয়েছে— শীর্ষক দাবিটি সঠিক নয়।
ফ্যাক্টচেকভিত্তিক প্রতিষ্ঠান রিউনার স্ক্যানার জানিয়েছে, লাইভ টকশোটি ইউটিউবের তালিকার শীর্ষ ১০-এও নেই। প্রকৃতপক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ ছাড়াই বিভিন্ন দাবি প্রচার করা হয়েছে।
রিউনার স্ক্যানারের প্রতিবেদনে আরও বলা হয়েছে, সামাজিক মাধ্যমে এ সংক্রান্ত প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করলে কোনোটিতেই কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণের উল্লেখ পাওয়া যায়নি। এক পোস্টে কোনো নির্দিষ্ট প্ল্যাটফর্মের বিষয়েও উল্লেখ না করে দাবি করা হয়েছে— সবরকম প্ল্যাটফর্ম মিলিয়ে পুরো বিশ্বে সরাসরি কোনো সম্প্রচার সবচেয়ে বেশি দেখা দর্শকদের সংখ্যার হিসেবে এ লাইভ টকশোটি শীর্ষে। তবে, এ বিষয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে এমন একাধিক সরাসরি সম্প্রচার দেখা দর্শকদের তালিকা পাওয়া যায়, যার পরিমাণ এ টকশোর দর্শক সংখ্যার চেয়ে অনেক বেশি।
আরও পড়ুন
যেমন- ফিফার ওয়েবসাইট থেকে জানা যায়, ফ্রান্স ও আর্জেন্টিনার মধ্যকার ২০২২ ফিফা ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি টিভিতে প্রায় ১৫০ কোটি বার দেখা হয়েছে। ২০১৮ বিশ্বকাপের ফাইনালে যে সংখ্যাটি ছিল প্রায় ১১২ কোটি। অর্থাৎ, ইলিয়াসের লাইভ টকশো দেখা সংখ্যার চেয়ে অনেক গুণ বেশি।
বিশ্বকাপ ফাইনাল ছাড়াও আরো একাধিক সরাসরি সম্প্রচারিত ভিডিও ইলিয়াসের টকশোর চেয়ে বেশি মানুষ সরাসরি দেখেছে।
ইএসপিএন ক্রিকইনফোর ওয়েবসাইটে ২০২৩ সালে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালের ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার একদিনের বিশ্বকাপ ফাইনাল ম্যাচটি এক সঙ্গে প্রায় ১৩ কোটি মানুষ টেলিভিশনে দেখেছেন এবং ডিসনি+হটস্টারে এই সংখ্যাটি প্রায় ৬ কোটি যা ইলিয়াসের টকশোর চেয়ে অনেক বেশি।
এ ছাড়া, ইউটিউবে কোনো একক ইভেন্টের সরাসরি সম্প্রচার সবচেয়ে বেশি দেখার গিনেস রেকর্ডটি ২০১১ সালে ব্রিটিশ সিংহাসনের প্রতীয়মান উত্তরাধিকারী প্রিন্স উইলিয়ামের বিয়ের, যার সরাসরি ভিউ সংখ্যা প্রায় ৭ কোটি। অর্থাৎ, ইলিয়াসের টকশোটি বিশ্বে সরাসরি কোনো ভিডিও দেখা দর্শকদের সংখ্যায় সবচেয়ে বেশি নয়।
আরও দাবি করা হয়েছে, ইলিয়াসের লাইভ টকশোটি ইউটিউবের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক মানুষ একত্রে দেখেছে। তবে, ইতোমধ্যে এ বিষয়ে একটি গিনেস রেকর্ডের উল্লেখ উপরে বর্ণিত আছে যা সংখ্যায় প্রায় ৭ কোটি এবং ইলিয়াসের টকশোর সংখ্যার চেয়ে অনেক বেশি।
তবে এটি ছাড়াও, বিশ্বখ্যাত সাময়িকী ফোর্বসের ভারতীয় সংস্করণ ফোর্বস ইন্ডিয়ার ওয়েবসাইটে ২০২৪ সালের সেপ্টেম্বরে ইউটিউবে একই সময়ে ভিউজের সংখ্যার দিক দিয়ে শীর্ষ দশ সরাসরি সম্প্রচারিত ভিডিও এর বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়।
প্রতিবেদনটিতে বলা হয়, ইউটিউব লাইভ স্ট্রিমের ইতিহাসে একই সময়ে সবচেয়ে বেশি সংখ্যাক ভিউয়ের দিক দিয়ে শীর্ষে আছে ২০২৩ সালের ২৩ আগস্টে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর চন্দ্রযান-৩ এর সফট ল্যান্ডিংয়ের সম্প্রচার যা একই সঙ্গে প্রায় ৮০ লাখ বার দেখা হয়েছে। দ্বিতীয় স্থানে আছে ২০২২ ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল পর্বে ব্রাজিল ও ক্রোয়েশিয়ার ম্যাচটি যা সরাসরি একই সঙ্গে প্রায় ৬১ লাখ বার দেখা হয়েছে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের সঙ্গে মেজর শরিফুল হক ডালিম দাবি করা ব্যক্তির লাইভ টকশোটি একই সময়ে বিশ্বে সরাসরি দেখা দর্শকদের সংখ্যার তালিকায় শীর্ষে বা ইউটিউবে সম্প্রচারিত লাইভ স্ট্রিমিংয়ের ইতিহাসে দ্বিতীয় স্থানে শীর্ষক উভয় দাবিই মিথ্যা।
এমজে