বিটিভির ২৪ ঘণ্টার সংবাদ চ্যানেল চালু
‘বিটিভি নিউজ’ নামে ২৪ ঘণ্টার সংবাদভিত্তিক নতুন চ্যানেল চালু করা হয়েছে। যেখানে দিন-রাত সবসময় শুধু সংবাদ সম্প্রচার করা হবে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় সংবাদ প্রচারের মধ্যদিয়ে নতুন এই চ্যানেলের কার্যক্রম শুরু হয়।
এর আগে বিটিভির ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে জানানো হয়, নতুন প্রত্যয়ে সংবাদভিত্তিক পূর্ণাঙ্গ টেলিভিশন চ্যানেল হিসেবে আজ সন্ধ্যা ৭টা থেকে যাত্রা শুরু করে ‘বিটিভি নিউজ’।
১৯৬৪ সালে যাত্রা শুরু করে বিটিভি। প্রতিদিন বাংলা ও ইংরেজি ভাষায় ৯টি সংবাদ বুলেটিনসহ নাটক, প্রামাণ্যচিত্র, সংগীত, শিক্ষা, স্বাস্থ্য ও তথ্যবিষয়ক নানা অনুষ্ঠান সম্প্রচার করছে চ্যানেলটি। ১৯৮০ সাল থেকে বিটিভির রঙিন সম্প্রচার শুরু হয়।
এমজে