ইআরএফের বর্ষসেরা রিপোর্টার হলেন ঢাকা পোস্টের শফিকুল ইসলাম
অর্থনৈতিক প্রতিবেদকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) বর্ষসেরা রিপোর্টারের পুরস্কার পেয়েছেন ঢাকা পোস্টের উপপ্রধান প্রতিবেদক শফিকুল ইসলাম। ‘নিবিড় পর্যবেক্ষণে থেকেও অবনতি’ শীর্ষক প্রতিবেদনের জন্য ‘ইআরএফ-নগদ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০২৩’ এর পুরস্কার পেয়েছেন তিনি।
মঙ্গলবার (৫ নভেম্বর) সন্ধ্যা ৭টায় রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আনুষ্ঠানিকভাবে তার হাতে বর্ষসেরা পুরস্কারের ক্রেস্ট ও সম্মাননার চেক তুলে দেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। এ নিয়ে টানা দ্বিতীয়বার ইআরএফ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেয়েছেন শফিকুল ইসলাম।
সংশ্লিষ্টরা জানান, এ বছর প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়া, টিভি এই তিনটি ক্যাটাগরিতে অর্থনীতির ৯টি বিষয়ের উপর ১৬৮টি প্রতিবেদন জমা পড়েছিল। এখান থেকে সেরা ১৭টি প্রতিবেদন নির্বাচিত হয় এই পুরস্কারের জন্য।
অর্থনীতির বিভিন্ন খাত নিয়ে বস্তুনিষ্ঠ ও বিশ্লেষণধর্মী প্রতিবেদনের জন্য ‘ইআরএফ-নগদ বেস্ট রিপোর্টিং’ পুরস্কার পেয়েছেন মোট ১৭ জন সাংবাদিক। এর মধ্যে ব্যাংক-বীমা খাতের অনলাইন ও টেলিভিশন ক্যাটাগরিতে বর্ষসেরা রিপোর্টারের পুরস্কার পেয়েছেন ঢাকা পোস্টের শফিকুল ইসলাম।
আরও পড়ুন
পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর এবং নগদের ব্যবস্থাপনা বোর্ডের চেয়ারম্যান ড. কে এ এস মুরশিদ, নগদের প্রশাসক মুহাম্মদ বদিউজ্জামান দিদার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইআরএফ সভাপতি রেফায়েত উল্লাহ মীরধা এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আবুল কাশেম।
এর আগে ২০২২ সালে কনশাস কনজ্যুমার্স সোসাইটি (সিসিএস) ভোক্তা অধিকার সাংবাদিকতা পুরস্কার পান শফিকুল ইসলাম। ২০২৩ সালে ‘হুন্ডি খাচ্ছে রেমিট্যান্স’ শিরোনামের সংবাদের জন্য ইআরএফের ‘আন্তর্জাতিক বাণিজ্য ও রেমিট্যান্স বিষয়ক বিশেষ প্রতিবেদন’ ক্যাটাগরিতে তিনি পুরস্কার পেয়েছিলেন।
শফিকুল ইসলাম ২০২০ সালের ডিসেম্বরে ঢাকা পোস্টের জ্যেষ্ঠ প্রতিবেদক হিসেবে যোগদান করেন। ২০২২ সালের ১ মে তিনি উপপ্রধান প্রতিবেদক হিসেবে পদোন্নতি পান। তিনি ব্যাংক ও আর্থিক খাত, অর্থ ও বাণিজ্য, তৈরি পোশাক এবং ভোক্তা অধিকারসহ অর্থনীতির বিভিন্ন খাত নিয়ে কাজ করেন।
২০১২ সালে সংবাদ সংস্থা আইএনবি দিয়ে কর্মজীবন শুরু তার। এরপর অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজ ও প্রাইম নিউজে কাজ করেছেন। তার সর্বশেষ কর্মস্থল ছিল জাগো নিউজ।
তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ), ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম (সিএমজেএফ), বিমা খাতের সাংবাদিকদের সংগঠন ইন্স্যুরেন্স রিপোর্টার্স ফোরামের (আইআরএফ) স্থায়ী সদস্য।
আরএইচটি/এমজে