শিশু-কিশোর সাংস্কৃতিক উৎসব হলো ডিআরইউতে
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য সন্তানদের অংশগ্রহণে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘শিশু-কিশোর সাংস্কৃতিক উৎসব-২০২৪।’ দিনব্যাপী চিত্রাঙ্কন, আবৃত্তি ও গানের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উৎসব উপলক্ষ্যে সাজসজ্জা করা হয় ডিআরইউ প্রাঙ্গণ। দিনব্যাপী এ আনন্দ আয়োজনে সদস্য সন্তান ও সদস্যদের উপস্থিতিতে মুখরিত ছিল ডিআরইউ চত্বর। অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের ইতি টানা হয়।
শুক্রবার (১ নভেম্বর) সেগুনবাগিচায় সংগঠনের নসরুল হামিদ মিলনায়তনে চিত্রাঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে শুরু হয় উৎসব।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন একুশে পদকজয়ী নাট্যজন মামুনুর রশীদ। অনুষ্ঠানে তিনি শিশু-কিশোরদের সৎ ও আত্মপ্রত্যয়ী হয়ে গড়ে ওঠার আহ্বান জানান।
তিনি বলেন, শিশু-কিশোরদের সংস্কৃতি চর্চার মাধ্যমে দেশ-ইতিহাস-ঐতিহ্য জানতে হবে। এই শিশুরাই আগামীতে দেশের নেতৃত্ব দেবে।
সাংস্কৃতিক উৎসবে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন সঙ্গীতে প্রখ্যাত বাউলশিল্পী শফি মণ্ডল এবং দুই খ্যাতিমান সঙ্গীতশিল্পী ইয়াসমিন মুশতারী ও খাইরুল ওয়াসি। আবৃত্তিতে একুশে পদকজয়ী আবৃত্তিশিল্পী শিমুল মুস্তাফা, আবৃত্তিশিল্পী মুনা চৌধুরী ও আজিজুল বাসার মাসুম। চিত্রাঙ্কনে বিচারকের দায়িত্ব পালন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদের প্রাচ্যকলা বিভাগের অধ্যাপক ড. মলয় বালা, ঢাবি চারুকলা অনুষদের গ্রাফিক্স ডিজাইন বিভাগের সহযোগী অধ্যাপক হারুন-অর রশীদ টুটুল ও ঢাবি চারুকলা অনুষদের প্রাচ্যকলা বিভাগের সহকারী অধ্যাপক অমিত নন্দী।
এই আয়োজনে সভাতিত্ব করেন ডিআরইউ সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মহি উদ্দিন। ডিআরইউ’র সাংস্কৃতিক সম্পাদক মো. মনোয়ার হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক মো: মিজানুর রহমান (মিজান রহমান), অর্থ সম্পাদক মো: জাকির হুসাইন, সাংগঠনিক সম্পাদক খালিদ সাইফুল্লাহ, দপ্তর সম্পাদক রফিক রাফি, ক্রীড়া সম্পাদক মো: মাহবুবুর রহমান, আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ ছলিম উল্লাহ (মেজবাহ) ও কল্যাণ সম্পাদক মো: তানভীর আহমেদ, কার্যনির্বাহী সদস্য সাঈদ শিপন, রফিক মৃধা, দেলোয়ার হোসেন মহিন, মো. শরীফুল ইসলাম।
এএসএস/এমএসএ