নিবন্ধন পেল ঢাকা মেইল
প্রতিশ্রুতিশীল গণমাধ্যম অনলাইন নিউজ পোর্টাল ঢাকা মেইল ডটকম জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা অনুযায়ী নিবন্ধন পেয়েছে।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা- ২০১৭ (সংশোধিত ২০২০) অনুযায়ী ঢাকা মেইল এবং ক্রীড়া বিষয়ক নিউজ পোর্টাল ‘খেলা ডটকম’কে নিবন্ধন দেওয়া হয়েছে। নিউজ পোর্টালগুলোকে সরকার কর্তৃক নির্ধারিত শর্তাবলি মেনে চলতে হবে।
২০২১ সালের ১৫ ডিসেম্বর ‘নতুন প্রজন্মের অনলাইন’ স্লোগানকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ঢাকা মেইল। সেই থেকে একঝাঁক তরুণ, উদ্যমী সংবাদকর্মী নিজেদের পেশাদারিত্ব বজায় রেখে জনগণের তথ্য অধিকার নিশ্চিত করে আসছে। শুরু থেকেই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে ঢাকা মেইল পৌঁছায় কোটি পাঠকের অন্তরে।
দিন যত যাচ্ছে প্রতিষ্ঠানটি সাফল্যের সঙ্গে পাঠকের মনে স্থান করে নিচ্ছে। এ কারণে দেশ-বিদেশে প্রতিদিন লাখ লাখ পাঠক-দর্শক ঢাকা মেইল পড়ছেন এবং এর ভিডিও সংবাদ দেখছেন।
এমজে