প্রেস কাউন্সিল পদক পেলেন ৪ সাংবাদিক
বাংলাদেশ প্রেস কাউন্সিল পদক-২০২৩ পেয়েছেন চার সাংবাদিক। একই সঙ্গে দুটি প্রতিষ্ঠানকেও পদক দেওয়া হয়।
বুধবার (২৯ মে) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের তথ্য ভবনে বাংলাদেশ প্রেস কাউন্সিল এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় পদক প্রদান অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে নির্বাচিত সাংবাদিকদের হাতে পদক তুলে দেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত।
আরও পড়ুন
প্রতিবছর সাধারণত সাতটি ক্যাটাগরিতে এ পুরস্কার দেওয়া হলেও এ বছর ছয়টি ক্যাটাগরিতে দেওয়া হয়।
গ্রামীণ সাংবাদিকতা ক্যাটাগরিতে পদক পেয়েছেন সময় টিভির পটুয়াখালী জেলা প্রতিনিধি সিকদার জাবির হোসেন। উন্নয়ন সাংবাদিকতা ক্যাটাগরিতে পদক পেয়েছেন বাংলাদেশ টেলিভিশনের বার্তা প্রযোজক ইকবাল ফরহাদ। নারী ক্যাটাগরিতে পদক পেয়েছেন দৈনিক ভোরের কাগজ পত্রিকার সিনিয়র রিপোর্টার ঝর্ণা মনি। আজীবন সম্মাননা ক্যাটাগরিতে মরণোত্তর পদক পেয়েছেন দৈনিক বেগম পত্রিকার সম্পাদক প্রয়াত নূর জাহান। তিনি ২০১৬ সালে মৃত্যুবরণ করেন। তার হয়ে পদক গ্রহণ করেন তার মেয়ে সাংবাদিক নূর জাহান ফ্লোরা নাসরিন খান।
প্রতিষ্ঠান ক্যাটাগরিতে পদক জিতেছে দৈনিক ভোরের কাগজ ও দৈনিক কক্সবাজার। ভোরের কাগজের পক্ষে পদক গ্রহণ করেন সম্পাদক শ্যামল দত্ত এবং দৈনিক কক্সবাজারের পক্ষে পদক নেন সম্পাদক ফাতেমা জাহান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম।
টিআই/কেএ