জনকণ্ঠ ভবনে সাংবাদিকদের তালা
জনকণ্ঠ ভবনের নিচের ফটকে তালা ঝুলিয়ে আন্দোলন করছেন প্রতিষ্ঠানটির চাকরিচ্যুত সংবাদকর্মীরা। আন্দোলনে সমর্থন জানিয়েছেন প্রতিষ্ঠানটিতে চাকরিরত সাংবাদিকরাও।
রোববার (১১ এপ্রিল) বেলা ১২টার দিকে রাজধানীর ইস্কাটন রোডে অবস্থিত গ্লোব জনকণ্ঠ ভবনের নিচের ফটকে তালা ঝুলিয়ে দেন আন্দোলনকারীরা।
আন্দোলনে সমর্থন জানিয়ে সেখানে উপস্থিত আছেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ডিআরইউ ও ক্র্যাব নেতৃবৃন্দসহ অন্যান্য গণমাধ্যমের সাংবাদিকরা।
সম্প্রতি নানা কারণ দেখিয়ে অনেক সংবাদকর্মীকে চাকরি থেকে বরখাস্ত করে জনকণ্ঠ কর্তৃপক্ষ। এর প্রতিবাদে বেশকিছুদিন ধরে আন্দোলন করে আসছেন চাকরিচ্যুত সাংবাদিকরা।
এর আগে গত ১৫ মার্চ দৈনিক জনকণ্ঠের ৬০ শতাংশ সাংবাদিককে একসঙ্গে চাকরিচ্যুত করে প্রতিষ্ঠানটি। ঘটনার পর ওইদিন বিকেলেই জনকণ্ঠ অফিসের সামনে সাংবাদিক নেতারা সমাবেশ করে প্রতিবাদ জানান। বিষয়টি মীমাংসা করা হবে কর্তৃপক্ষ থেকে এমন আশ্বাস দেওয়া হয় তথ্য মন্ত্রণালয়কে।
এদিকে নতুন করে একজন সংবাদিককে অব্যাহতি দেওয়ার ঘটনা ঘটে। এই ঘটনায় আজ আবারও চাকরিচ্যুত সাংবাদিকরা জনকণ্ঠ ভবনের ফটকে তালা ঝুলিয়ে অবস্থান নেন। তাদের এই অবস্থানের ফলে রাস্তা বন্ধ থাকায় আশপাশে যান চলাচল স্থবির হয়ে পড়েছে।
এমএইচএন/এসকেডি/জেএস